ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

চাটখিলে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
চাটখিলে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

নোয়াখালী: নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে আব্দুল মতিন (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। এর আগে মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মাইজদী প্রাইম হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত আব্দুল মতিন ইউনিয়নের পরানপুর গ্রামের বাসিন্দা।

নিহতের পরিবারের লোকজন জানায়, সোমবার দিবাগত রাত ২টার দিকে আব্দুল মতিনের স্ত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হন। এসময় তিনি তাদের প্রতিবেশী আবুল বাসারের ছেলে এমরানকে তাদের বাথরুমের মটর খুলতে দেখে চিৎকার করেন। পরে ঘরে থাকা লোকজন বের হলে এমরান পালিয়ে যায়।

মঙ্গলবার সকালে আব্দুল মতিন বিষয়টি স্থানীয় ইউপি সদস্যকে অবগত করেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে কিছুক্ষণ পর এমরান ও তার চাচাতো ভাই রুবেল আব্দুল মতিনের ওপর হামলা চালিয়ে তাকে পিটিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয় লোকজন অচেতন অবস্থায় আব্দুল মতিনকে উদ্ধার করে প্রথমে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে তাকে জেলা শহর মাইজদীর প্রাইম প্রাইভেট হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে মতিনের মৃত্যু হয়।

নিহতের ভাতিজা লোকমান হোসেন অভিযোগ করে বলেন, এমরান চুরি করতে আসার ঘটনার প্রতিবাদ করায় তারাই চাচা আব্দুল মতিনকে পিটিয়ে হত্যা করেছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আনোয়ার জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, ১৪ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।