ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে বাল্যবিয়ে-ক্যানসার রোধে র‍্যালি ও সভা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
কেরানীগঞ্জে বাল্যবিয়ে-ক্যানসার রোধে র‍্যালি ও সভা কেরানীগঞ্জে সাইকেল ৠালি

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে বাল্যবিয়ে ও ক্যানসার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাইকেল র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কলাতিয়া বিশ্ববিদ্যালয় থেকে র‍্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে জিনিয়াস ইউথ ফাউন্ডেশন বাংলাদেশ ও হিমু পরিবহন।

আলোচনা সভায় জিনিয়াস ইউথ ফাউন্ডেশনের সভাপতি বিজয় ইসলাম রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহে এলিদ মাইনুল আমিন।

এসময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মনিরুজ্জামান, যুব উদ্যোক্তা ফাহমিদা মনি ও তমাল ইমরান বিল্লাহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, ১৪ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।