ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

আব্দুল কাহার আকন্দের মেয়াদ বাড়লো

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
আব্দুল কাহার আকন্দের মেয়াদ বাড়লো

ঢাকা: পুলিশের অতিরিক্ত ডিআইজি আব্দুল কাহার আকন্দের চুক্তির মেয়াদ এক বছর বাড়িয়েছে সরকার। বুধবার (১৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

বঙ্গবন্ধু এভিনিউতে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার অধিকতর তদন্তের দায়িত্বেও রয়েছেন আব্দুল কাহার আকন্দ। গত বছরের ১৫ জানুয়ারি এক বছরের চুক্তিতে পুলিশের অতিরিক্ত ডিআইজি নিয়োগ পান তিনি।

 

এর আগে আব্দুল কাহার আকন্দ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার (এসপি) হিসেবে চুক্তিতে নিয়োজিত ছিলেন।

আব্দুল কাহার আকন্দ বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান হত্যা মামলার তদন্ত কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন। পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় দায়ের করা মামলারও তদন্ত কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন তিনি।

এছাড়াও আওয়ামী লীঘ সরকারের আমলে বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার তদন্তের দায়িত্বে ছিলেন এই কর্মকর্তা। কিন্তু বিএনপি জোট সরকার তাকে চাকরিচ্যুত করে। আইনি লড়াই শেষে সাত বছর পর ২০০৯ সালের ২৮ জানুয়ারি তিনি চাকরি ফিরে পান। তার একদিন পর অবসরে যান আকন্দ।

পরে ওই বছরের ১৯ ফেব্রুয়ারি দুই বছরের চুক্তিতে নিযোগ পেলে আরো কয়েক দফায় চুক্তির মেয়াদ বাড়ানো হয়।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।