ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নিবন্ধন পেলো বিএফইউজে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
নিবন্ধন পেলো বিএফইউজে বিএফইউজে’র রেজিস্ট্রেশন নম্বরের (বি-২১৯১) প্রত্যয়নপত্র ও শ্রম অধিদপ্তর অনুমোদিত গঠনতন্ত্র হস্তান্তর

ঢাকা: মঞ্জুরুল আহসান বুলবুল ও ওমর ফারুকের নেতৃত্বাধীন সাংবাদিকদের কেন্দ্রীয় সংগঠন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন নিবন্ধন পেয়েছে।

১৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে শ্রম অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শিবনাথ রায় বিএফইউজে’র মহাসচিব ওমর ফারুকের হাতে বিএফইউজে’র রেজিস্ট্রেশন নম্বরের (বি-২১৯১) প্রত্যয়নপত্র ও শ্রম অধিদপ্তর অনুমোদিত গঠনতন্ত্র হস্তান্তর করেন।

এসময় অন্যদের মধ্যে বিএফইউজে’র সহ-সভাপতি শহীদ উল আলম, শ্রম অধিদপ্তরের পরিচালক এস এম এনামুল হক ও শামীমা সুলতানা বারী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
টিসি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।