ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় ভ্রাম্যমাণ আদালত চেয়ে নোটিশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় ভ্রাম্যমাণ আদালত চেয়ে নোটিশ

ঢাকা: মেডিকেল বর্জ্য অপসারণের ক্ষেত্রে অনিয়ম ও অব্যবস্থাপনার অবসানে ভ্রাম্যমাণ আদালতের ব্যবহার চেয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সুপ্রিমকোর্টের আইনজীবী সৈয়দ মহিদুল কবির রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠান।  

মেডিকেল বর্জ্য অপসারণ ও পরিবহনের ক্ষেত্রে মানবস্বাস্থ্য রক্ষা, বন্যপ্রাণী ও পরিবেশ সংরক্ষণে আইন অনুযায়ী গৃহীত পদক্ষেপ এবং ১৯৯৫ সালের পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী মেডিকেল বর্জ্য অপসারণ ও ব্যবস্থাপনায় কি পদক্ষেপ নেওয়া হচ্ছে নোটিশে তা জানতে চাওয়া হয়েছে।

 

২৫ ফেব্রুয়ারির মধ্যে স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব, পরিবেশ ও বন সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক, বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এবং ডায়াগনস্টিক মালিক সমিতির সাধারণ সম্পাদককে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

যথাসময়ে ব্যবস্থা না নিলে আইনগত পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়েছে নোটিশে।  

বাংলাদশে সময়: ২১৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
ইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।