ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে ব্রিজ থেকে পড়ে দুই শিশুর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
সিলেটে ব্রিজ থেকে পড়ে দুই শিশুর মৃত্যু ব্রিজ থেকে পড়ে অজ্ঞাতপরিচয় দুই শিশুর মৃত্যু/ ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেটে সুরমা নদীর উপর ক্বীন ব্রিজ থেকে পড়ে অজ্ঞাতপরিচয় দুই পথশিশুর মৃত্যু হয়েছে। তাদের নাম-পরিচয় জানা যায়নি।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে সুরমা নদীর ক্বীন ব্রিজের উপর থেকে পড়ে যায় দুই পথশিশু।

কিন্তু তারা পানিতে না পড়ে নদীর তীরে পড়ায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।  

পরে খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

সিলেট কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন বাংলানিউজকে বলেন, নিহত দুই শিশুর একজনের বয়স ১২ ও অপর জনের বয়স ১৪ বছর। তাদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

কোতোয়ালি থানার বন্দর ফাঁড়ির ইনচার্জ (এসআই) বেনু সূত্রধর বাংলানিউজকে বলেন, দিনের বেলা রিকশা ঠেলে ক্লান্ত হয়ে শিশুরা সুরমা নদীর ক্বীন ব্রিজের রেলিংয়ে শুয়ে থাকে। ধারণা করা হচ্ছে বিশ্রাম নিতে গিয়ে অসতর্কতায় ওই দুই শিশু ব্রিজের নিচে পড়ে মারা যায়।

বাংলাদেশ সময়: ০১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
এনইউ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।