ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে অভিযান চালিয়ে ১৩ মাদক বিক্রেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
দিনাজপুরে অভিযান চালিয়ে ১৩ মাদক বিক্রেতা আটক

দিনাজপুর: দিনাজপুরে বিপুল পরিমাণের মাদকদ্রব্যসহ ১৩ মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। 

বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাত থেকে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত মাদক বিক্রেতাদের পরিচয় জানা যায়নি।

এদের কাছ থেকে ৬১টি পিস ইয়াবা, পাঁচ লিটার চোলাই মদ, ১ কেজি ১'শ গ্রাম গাঁজা ও ১১২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এর মধ্যে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ৮০ বোতল ফেনসিডিল ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১ কেজি গাঁজা উদ্ধার করে।  

দিনাজপুর পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের (কন্ট্রোল রুম) দায়িত্বরত সদস্য মো. হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, আটককৃতরা আইনশৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন থেকে মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিল। আটককৃতদের বিরুদ্ধে পৃথকভাবে বিভিন্ন থানায় ১২টি মামলা দায়ের করা হয়েছে। দুপুরের মধ্যে তাদের দিনাজপুর আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।