ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
গাজীপুরে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু  গাজীপুরে আঞ্চলিক ইজতেমা শুরু/ছবি: বাংলানিউজ

গাজীপুর: আম বয়ানের মধ্য দিয়ে গাজীপুর শহরের ভূরুলিয়া এলাকায় শুরু হয়েছে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ভূরুলিয়া মারকাজ মসজিদ সংলগ্ন এলাকায় বাদ ফজর আম বয়ান দিয়ে ইজতেমার কার্যক্রম শুরু করেন শ্রীলংকার মাওলানা হারুন।

আঞ্চলিক ইজতেমার আয়োজক মুরব্বি মাওলানা হাবিবুর রহমান মিয়াজী বাংলানিউজকে জানান, গাজীপুরের পাঁচটি উপজেলার তাবলিগ জামাতের মুসল্লিরা এ আঞ্চলিক  ইজতেমায় অংশ নিয়েছেন।

বাদ ফজর মাওলানা হারুন উর্দুতে বয়ান শুরু করেন। পরে বয়ান বাংলায় অনুবাদ করেন ভূরুলিয়া মারকাজ মসজিদের পেশ ঈমাম মাওলানা ফজলে এলাহি।

ইজতেমায় লক্ষাধিক মুসল্লির সমাগম ঘটবে বলেও আশা প্রকাশ করেন মাওলানা হাবিবুর রহমান।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
আরএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।