ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শরীয়তপুরে ৩ দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
শরীয়তপুরে ৩ দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শরীয়তপুর: শরীয়তপুরে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বাদ জোহর আম বয়ানের মধ্য দিয়ে  এ ইজতেমা শুরু হয়।

সদর উপজেলার আংগারিয়া বাজার ও কীর্তিনাশা নদী সংলগ্ন পরাসদ্ধি এলাকায় ইজতেমার আয়োজন করা হয়।

আশপাশের জেলাসহ বিদেশি ১০টি জামায়াত ইজতেমায় অংশ নিয়েছে।

ইজতেমাকে কেন্দ্র করে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ হয়েছে।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) ইজতেমা মাঠে বৃহত্তম জুমার নামাজ অনুষ্ঠিত হবে। জুমার নামাজে প্রায় দেড় লাখ মুসল্লি অংশ নিবে বলে ধারণা করছেন আয়োজকরা। শনিবার (১৭ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে।

আখেরি মোনাজাত পরিচালনা করবেন কাকরাইল থেকে আসা তাবলীগ জামায়াতের মুরব্বী মাওলানা ওমর ফারুক।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।