ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বোনের প্ররোচণায় জঙ্গিবাদে জড়ান সুমনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
বোনের প্ররোচণায় জঙ্গিবাদে জড়ান সুমনা মোমেনা সোমা

ঢাকা: অস্ট্রেলিয়ায় এক ব্যক্তির ওপর হামলার ঘটনায় গ্রেফতার বাংলাদেশি শিক্ষার্থী মোমেনা সোমা অনলাইনে আইএস-আল কায়েদাসহ জঙ্গিবাদ সংশ্লিষ্ট বিভিন্ন লেখা পড়ে ও ভিডিও দেখে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হন। পরবর্তীতে তিনি তার ছোট বোন আসমাউল হুসনা সুমনাকেও জঙ্গিবাদি তৎপরতায় যুক্ত করেন।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এসব তথ্য জানান পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

তিনি বলেন, গত কয়েকদিন আগে অস্ট্রেলিয়ায় বাংলাদেশ থেকে যাওয়া মোমেনা সোমা নামে এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

সেই সূত্র ধরে তার বাসায় আমরা অভিযান চালাই। সেখানে থাকা তার ছোট বোনকে জিজ্ঞাসাবাদ করি, সে নিজেও জঙ্গিবাদে জড়িয়েছে। পরে তাকে গ্রেফতার করা হয়।  

মনিরুল ইসলাম বলেন, গ্রেফতার সুমনাকে জিজ্ঞাসাবাদ ও অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের সঙ্গে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে কথা বলে আমরা এসব তথ্য পেয়েছি। মোমেনা ১ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়াতে শিক্ষার্থী হিসেবে যান। এর আগে তুরস্কের একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে যেতে চেয়েছিলেন। কিন্তু ভিসা না পাওয়ায় যেতে পারেননি।

অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে মোমেনা সোমা তার ছোট বোন সুমনাকে বলেছিলেন, সেখানে গিয়ে তিনি একটা অঘটন ঘটাবেন। এরপর যদি বাংলাদেশের পুলিশ তার বাসায় আসে সেও (হুসনা) যেন অন্তত একজন পুলিশকে হত্যা করে শহীদ হয়ে যায়।

মনিরুল ইসলাম আরও বলেন, ২০১৫ সালের দিকে মোমেনা সোমা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করতেন। সেই সময় তার মা মারা যান। এরপর থেকে সোমা নিজেই বিপথে যান। মূলত তারপর থেকেই তিনি জঙ্গিবাদে জড়িয়ে পড়েন।

হলি আর্টিজানে নিহত জঙ্গিদের সঙ্গে তার সম্পর্ক ছিল কি না? এমন প্রশ্নের জবাবে সিটিটিসি’র প্রধান বলেন, তাদের সঙ্গে সোমার যোগাযোগ হয়েও থাকতে পারে, তবে সে বিষয়ে আমরা নিশ্চিত নই। কিন্তু সিরিয়ায় চলে যাওয়া নজিবুল্লাহ আনসারীর সঙ্গে মোমেনা সোমার সম্পর্ক ছিল। ২০১৪ সালের শেষ দিকে তাদের পারিবারিকভাবে বিয়ে হওয়ারও কথা ছিল। কিন্তু নজিবুল্লাহর পরিবার সেটা না চাওয়ায় বিয়েটা হয়নি।

০৯ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার মেলবোর্নে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করার অভিযোগে বাংলাদেশি শিক্ষার্থী মোমেনা সোমাকে (২৪) গ্রেপ্তার করে অস্ট্রেলীয় পুলিশ। এরপর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট সোমার বিষয়ে খোঁজ নিয়ে গত ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর কাজীপাড়ার বাসা থেকে আসমাউল হুসনা সুমনাকে গ্রেফতার করে।

বাংলাদেশ সময়: ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
এসজেএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।