ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নড়াইলে ইউপি চেয়ারম্যান হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
নড়াইলে ইউপি চেয়ারম্যান হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ শ্রম বিষয়ক সম্পাদক লতিফুর রহমান পলাশকে (৪৭) দিনদুপুরে গুলি করে ও কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে লোহাগড়া উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীরা এ মিছিল বের করে।

মিছিলটি উপজেলা চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে নেতাকর্মীরা লতিফুর রহমান পলাশ হত্যার তীব্র প্রতিবাদ জানান এবং অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করার জন্য প্রশাসনের দৃষ্টি আর্কষণ করেন।

উল্লেখ্য, নড়াইলের লোহাগড়া উপজেলার আট নম্বর দিঘলিয়া ইউপি চেয়ারম্যান লতিফুর রহমান পলাশকে দুপুর সাড়ে ১২টার দিকে লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরে গুলি করে ও কুপিয়ে হত্যা করে মোটরসাইকেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।  

** লোহাগড়ায় দিনদুপুরে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।