ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শিগগির হলি আর্টিজান মামলার চার্জশিট দেওয়া হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
শিগগির হলি আর্টিজান মামলার চার্জশিট দেওয়া হবে

ঢাকা: রাজধানীর গুলশানে হলি আর্টিজান হামলার ঘটনায় দায়ের করা মামলার  অভিযোগপত্র (চার্জশিট) শিগগির দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।  

মনিরুল ইসলাম বলেন, হলি আর্টিজান হামলার ঘটনায় তদন্ত একেবারেই শেষ পর্যায়ে রয়েছে।

যে কোনো দিন এই মামলার চার্জশিট দেওয়া হতে পারে।

‘মামলার চার্জশিট তৈরি হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের জানানো হবে। ’

এদিকে গতবছরের ডিসেম্বরে এই মামলার চার্জশিট দেওয়ার কথা থাকলেও সময় পিছিয়ে চলতি বছরের জানুয়ারি মাসে জমার কথা বলা হয়। তবে ফেব্রুয়ারির মাঝামাঝিতেও এখনও হলি আর্টিজান হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার চার্জশিট দেওয়া হয়নি।  

এদিকে সিটিটিসি সূত্র বলছে, এই মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর। সেজন্য এর চার্জশিট খুব সুক্ষ্মভাবে তৈরির কাজ চলছে। চার্জশিট তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে আছে।  

ঘটনার তদন্তের কোনো কিছু যাতে বাদ না পড়ে সেজন্য চলছে চুলচেড়া বিশ্লেষণ।  

২০১৬ সালের ১ জুলাই গুলশান-২ নম্বরের ৭৯ নম্বর রোডে হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলার ঘটনায় ঘটে।  

ওই সময় রেস্টুরেন্টে থাকা ৩ বাংলাদেশিসহ ১৭ বিদেশিকে নির্মমভাবে গুলি করে ও কুপিয়ে হত্যা করে জঙ্গিরা। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ৫ বন্দুকধারী জঙ্গিসহ রেস্টুরেন্টের একজন সেফ নিহত হযন।  

অভিযানের সময় দুই পুলিশ কর্মকর্তা নিহত এবং অন্তত ৩০ জন পুলিশ সদস্য আহত হন।  

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
এসজেএ/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।