ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

দুর্নীতিবাজরাই সমাজ ও দেশের উন্নয়নে বড় বাধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
দুর্নীতিবাজরাই সমাজ ও দেশের উন্নয়নে বড় বাধা ফরিদগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা

চাঁদপুর: দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুর্নীতিবাজরাই সমাজ ও দেশের উন্নয়নে সবচেয়ে বড় বাধা। তাই দুর্নীতি প্রতিরোধ করাটাই এখন বড় লক্ষ্য।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা হলরুমে ‘দুর্নীতিমুক্ত সরকারি সেবা, দুর্নীতির অভিযোগের প্রকৃতি’ বিষয়ে উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের নিয়ে মাঠ পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইকবাল মাহমুদ বলেন, বিশেষ করে প্রাথমিক শিক্ষায় দুর্নীতি হলে দেশ ও জাতি ধ্বংস হয়ে যাবে।

তাই প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি কঠোর হস্তে দমন করা হবে।

তিনি আরো বলেন, শ্রেণি কক্ষে পাঠদানের বাইরে কোচিং ও প্রাইভেট পড়ানো এবং টেস্ট পরীক্ষায় কোনো বিষয়ে ফেল করলে পুনরায় পরীক্ষা নিয়ে পাশ দেখানো এবং পরীক্ষার ফরম পূরণে বোর্ড নির্ধারিত ফি আদায়ে অতিরিক্ত টাকা নিলে এবং কোন কার্যালয়ের প্রধান শিক্ষক স্কুল সময়ে উপজেলা অফিসে আসলে সংশ্লিষ্ট শিক্ষক ও বিভাগীয় প্রধানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ফরিদগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএইচএম মাহফুজুর রহমানের সভাপতিত্বে পরিষদের সম্মেলন কক্ষে সভায় আরো বক্তব্য রাখেন- চাঁদপুর জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মণ্ডল, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. আবু সাহেদ সরকার, ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান রানা, পৌর মেয়র মাহফুজুল হক, উপজেলা প্রকৌশলী ড. জিয়াউল ইসলাম মজুমদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।