ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

টঙ্গীতে বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বিঘ্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
টঙ্গীতে বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বিঘ্ন

গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের একটি বগির ৪টি চাকা লাইনচ্যুত হয়েছে। এ ঘটনার পর থেকে ঢাকায় ঢুকতে পারছে না কোনো ট্রেন। তবে ঢাকা থেকে বের হতে সমস্যা হচ্ছে না।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-টঙ্গী রেললাইনে এ ঘটনা ঘটে।  

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. দেলোয়ার হোসেন জানান, দিনাজপুর থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেসের একটি ট্রেনের পেছনের একটি বগির ৪টি চাকা লাইনচ্যুত হয়।

এ ঘটনার পর রেল যোগাযোগ বিঘ্ন হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
আরএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।