ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় স্কুলের ছাদ থেকে লাফিয়ে পড়ে ছাত্রের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
বগুড়ায় স্কুলের ছাদ থেকে লাফিয়ে পড়ে ছাত্রের মৃত্যু

বগুড়া: স্কুলের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টার পর গুরুতর আহত রায়হান রাব্বি তাসিন (১৬) নামে এক স্কুলছাত্র হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক)  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই স্কুলছাত্র মারা যায়।

নিহত রায়হান বগুড়া শহরে কালিতলা এলাকার জুয়েল হোসেন সোহাগের ছেলে এবং বগুড়া আমর্ড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলো।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বগুড়া শহরের ছিলিমপুর টাউন ফাঁড়ি পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (টিএসআই) আব্দুল আজিজ মন্ডল বাংলানিউজকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে দুপুর আড়াইটার দিকে স্কুল চলাকালে স্কুল ভবনের ৫তলা থেকে লাফিয়ে পড়ে স্কুলছাত্র রায়হান রাব্বি তাসিন। এতে সে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক স্কুল কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করায়। পরে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

তবে ওই স্কুলছাত্রের আত্মহত্যার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি পুলিশ ও প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
এমবিএইচ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।