ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
সৈয়দপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা সৈয়দপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুরে ‘পৌরবাসীর সদিচ্ছাই পারে পৌরসভাকে পরিচ্ছন্ন রাখতে’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে পৌরসভা প্রাঙ্গনে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসকেএস ফাউন্ডেশন ও ওয়াটার এইড বাংলাদেশ এ প্রতিযোগিতার আয়োজন করে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠান হলো সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী শিখা রায় ইতি (দলনেতা), মারিয়া ফারহানা, আয়শা আক্তার ইতি। বিপক্ষে সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের ছাত্রী কৃতি রানী রায় (দলনেতা), মার্জিয়া খাতুন, সুমাইয়া সানজিদা।  

বিচারকমণ্ডলীর দায়িত্বে ছিলেন- বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও, বার্তা পরিবেশক (নীলফামারী) আমিনুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা রেহানা ইয়াসমিন, সাবেক পৌর মেয়র বখতীয়ার কবির, জেলা পরিষদের সদস্য ও সাবেক অধ্যক্ষ মো. আবদুল গফুর সরকার, মহিলা ক্রীড়া সংস্থার চেয়ারম্যান রাবেয়া আলীম।

প্রতিযোগিতায় জয়লাভ করে সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের দল। শ্রেষ্ঠ বক্তা হন শিখা রানী ইতি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বজলুর রশীদ, উপজেলা শিক্ষা (প্রাথমিক) কর্মকর্তা মো. শাহজাহান মণ্ডল, পৌর মেয়র অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকার প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।