ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

জলঢাকায় ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
জলঢাকায় ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা জলঢাকায় ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

নীলফামারী: নীলফামারীর জলঢাকায় দুটি বেকারি ও একটি ফার্মেসিতে অভিযান চালিয়ে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতর।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশের সহযোগিতায় জলঢাকা পৌর শহরে এ অভিযান চালানো হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক শেখ সাদি হক বাংলানিউজকে জানান, খাদ্যপণ্যের প্যাকেটে উৎপাদন তারিখ না থাকায় বিসমিল্লাহ বেকারির আট হাজার টাকা, জুয়েল বেকারিকে দুই হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ দোকানে পাওয়ায় জলঢাকা ফার্মেসিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।