ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

টঙ্গীতে ৭ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
টঙ্গীতে ৭ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে ৭ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। উদ্ধারকারী দল বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে দুটি বগি উদ্ধার করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) এসএম রকিবুল হক জনান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে টঙ্গী স্টেশন এলাকায় ঢাকা-টঙ্গী রেললাইনে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের পেছনের দুটি বগির ৪ চাকা লাইনচ্যুত হয়। এতে একটি লাইন বন্ধ হয়ে গেলে ঢাকামুখী কোনো ট্রেন যেতে পারেনি।

এরপর থেকে ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।

পরে উদ্ধারকারী দল বৃহস্পতিবার রাত ২টার দিকে বগি দুটি উদ্ধার করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।  

বাংলাদেশ সময়: ১০০২ ঘণ্টা, ১৬ ফেব্রুয়ারি, ২০১৮
আরএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।