ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গফরগাঁওয়ে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ১ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
গফরগাঁওয়ে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ১  গফুরগাঁওয়ে নিমার্ণাধীন ভবনের ছাদ ধসের পরে উদ্ধার কাজে ব্যস্ত স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা/ ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহের গফুরগাঁওয়ে জেলা পরিষদের নিমার্ণাধীন অডিটোরিয়ামের ছাদ ধসে জাহান আলী (২৩) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আট শ্রমিক। 

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহানের বাড়ি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ছল্লাপুর গ্রামে।

আহতরা হলেন- নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কেষ্টপুর গ্রামের আনোয়ার হোসের (২২), বেন্নাকান্দা গ্রামের নজরুল ইসলাম (৩১) ও আলমগীর, নেত্রকোনা সদর উপজেলার আব্দুল হামিদ (২০), ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার রনসিংহপুর গ্রামের নাজিম উদ্দিন (১৮) ও আজহারুল (১৯) গফরগাঁও উপজেলার নিধিয়ার চর গ্রামের কাঞ্চন (২০), চরমছলন্দ গ্রামের আজহার (১৮) নিধিয়ারচর গ্রামের বিপুল (২০)।  

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আহাদ খান বাংলানিউজকে জানান, পৌর শহরের খান বাহাদুর ইসমাইল রোডে ময়মনসিংহ জেলা পরিষদের একটি অডিটোরিয়ামের ছাদের নির্মাণের কাজ চলছিল। হঠাৎ করেই দোতলা ছাদের একাংশ ধসে পড়ে। এতে ঘটনাস্থলে এক শ্রমিক মারা যান। আহতদের গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  

আহতরা সবাই ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স রতন এন্টারপ্রাইজের শ্রমিক বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৮ 
এমএএএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।