ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

জামালপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ২ তরুণের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
জামালপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ২ তরুণের

জামালপুর: জামালপুর সদর উপজেলার রশিদপুর ব্রিজের কাছে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই তরুণ।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জেলার মেলান্দহ উপজেলার ফুলকোচা ইউনিয়নের রেখীরপাড়ার রেহান আলীর ছেলে রাজন (২৭) এবং একই গ্রামের আফসার উদ্দিনের ছেলে মুক্তা (২৬)।

নিহতদের স্বজনরা জানান, জামালপুর পৌরসভার দেড়শ’ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে জেমসের গান শোনার জন্য বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজন এবং মুক্তা জামালপুর শহরে যান। রাত ১২টায় অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে করে বাড়ি বাড়ি ফিরছিলেন তারা। পথে রশিদপুর ব্রিজের কাছে এলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এসময় মোটরসাইকেল থেকে পড়ে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। ভোরে স্থানীয়রা রাস্তার পাশে রাজন এবং মুক্তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাজন এবং মুক্তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসাপাতাল মর্গে পাঠায়।  

বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।