ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে ২৬ হাজার ৮০০ পিস ইয়াবাসহ আটক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
সিরাজগঞ্জে ২৬ হাজার ৮০০ পিস ইয়াবাসহ আটক  সিরাজগঞ্জে ২৬ হাজার ৮০০ পিস ইয়াবাসহ আটক 

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ পৌরসভার শহীদগঞ্জ মহল্লায় অভিযান চালিয়ে ২৬ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। 

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) ভোরে এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তিরা হলেন- শহিদগঞ্জ মহল্লার মৃত রফিকুল ইসলামের ছেলে আব্দুল মতিন (৩৫) ও দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার মধ্য বাসুদেবপুর গ্রামের মৃত সিরাজ আলীর ছেলে মো. সবুজ (৩১)।

 


সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ জানান, ঢাকা থেকে ইয়াবার একটি বড় চালান সিরাজগঞ্জের আব্দুল মতিনের কাছে আসে। যা তিনি ঈশ্বরদী ও রাজশাহীতে সরবরাহ করার প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে শুক্রবার ভোরে আব্দুল মতিনের এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ২৬ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল মতিন ও সবুজকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছিলেন। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।