ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শিবগঞ্জে অস্ত্র-গুলিসহ এক ব্যক্তি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
শিবগঞ্জে অস্ত্র-গুলিসহ এক ব্যক্তি আটক অস্ত্রসহ আটক ব্যক্তি

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবাগঞ্জের শিবগঞ্জে ২টি পিস্তল, ৩টি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলিসহ সোলেমান আলী (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে ৠাপিড আকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৫) চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দিনগত রাতে তাকে আটক করা হয়।   সোলেমান কলাবাড়ী গ্রামের বাসিন্দা।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালে র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল মুরাদের নেতৃত্বে  র‌্যাবের একটি দল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের কলাবাড়ি এলাকার নানু প্রফেসরের আম বাগানে অভিযান চালায়। এসময় কলাবাড়ি গ্রামের সোলেমান আলীকে ২টি পিস্তল, ৩টি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলিসহ হাতেনাতে আটক করা হয়।  

এ ব্যাপারে শুক্রবার শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ১৬ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।