ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মেঘনায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ দস্যু আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
মেঘনায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ দস্যু আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভোলা: ভোলার মেঘনায় ডাকাতির প্রস্তুতিকালে তিন দস্যুকে আটক করেছে কোস্টগার্ড। এসময় তাদের কাছ থেকে তিনটি রামদা উদ্ধার করা হয়।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে মেঘনার রাজাপুর পয়েন্ট তাকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- জুয়েল, রাকমত ও ইমন।

তাদের বাড়ি জেলার কালীগঞ্জ এলাকায়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার নুরুজ্জামান শেখ বাংলানিউজকে জানান, দস্যুরা মেঘনায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে দুপুরে কোস্টগার্ডের একটি টিম অভিযান চালায়। এসময় রাজাপুর পয়েন্ট থেকে তিনটি রামদাসহ ওই তিন দস্যুকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।