ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ছাগলনাইয়ায় বন্দুকযুদ্ধে ডাকাত নিহত, তিন পুলিশ আহত 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
ছাগলনাইয়ায় বন্দুকযুদ্ধে ডাকাত নিহত, তিন পুলিশ আহত 

ফেনী: ফেনীর ছাগলনাইয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মো. সোহরাব হোসেন সৌরভ (৩০) নামের এক ডাকাত নিহত হয়েছেন।

এসময় ডাকাতদের সঙ্গে বন্দুকযুদ্ধে আহত হয়েছেন ছাগলনাইয়া থানার তিন পুলিশ কনস্টেবল।  

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার পাঠান নগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সৌরভ উপজেলার পাঠান নগর এলাকার মো. আমিনের ছেলে।  

ছাগলনাইয়া থানার পরিদর্শক এমএম মোর্শেদ দুপুরে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, গত কয়েকদিন আগে উপজেলার পাঠান নগর এলাকায় ডাকাতির ঘটনা ঘটে, ওই সময় ডাকাতরা একজনকে খুন করে।

এ ঘটনায় পুলিশ সৌরভকে গ্রেফতার করে। তার দেওয়া তথ্যানুযায়ী পুলিশ বৃহস্পতিবার রাতে ওই এলাকায় অভিযান চালায় অস্ত্র উদ্ধার এবং অন্য আসামিদের গ্রেফতার করতে।
 
এসময় আগে থেকেই ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এসময় সৌরভ গুলিবিদ্ধ হন এবং পরে তার মৃত্যু হয়।  

তিনি জানান, গোলাগুলির ঘটনায় পুলিশ কনস্টেবল মাইন উদ্দিন, খোরশেদ আলম ও মিঠন চাকমা আহত হন। তাদের ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য ফেনী আধুনিক সদর হাসপাতালের মর্গে মরদেহ পাঠানোর প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
এসএইচডি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।