ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

জগন্নাথপুরে সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
জগন্নাথপুরে সংঘর্ষে নিহত ১

সুনামগঞ্জ: সুনামগঞ্জের জাগন্নাথপুর উপজেলার সৈয়দপুর সাহার পাড়া ইউনিয়নের উলুকান্দি গ্রামে
দু’পক্ষের সংঘর্ষে সফু মিয়া (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৫ জন।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সফু মিয়া উলুকান্দি গ্রামের মৃত তবারক উল্লাহর ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়,  জমি সংক্রান্ত বিরোধ নিয়ে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সফু মিয়ার বড় ভাই রাজা মিয়ার সঙ্গে একই গ্রামের লন্ডন প্রবাসী জাবিছ আহমদ জিম্মাদারের বাকবিতন্ডা হয়। পরে স্থানীয়দের হস্তক্ষেপে তা সমাধান হয়। কিন্তু শুক্রবার দুপুরে এর জের ধরে দু'পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও বন্দুক নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে সফু মিয়াসহ ১৬ জন আহত হন। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সফু মিয়ার মৃত্যু হয়।

অতিরিক্ত পুলিশ সুপার হাবিবউল্লাহ বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।