ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গ্রীষ্মকালে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
গ্রীষ্মকালে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ

ব্রাহ্মণবাড়িয়া: দেশে বর্তমানে প্রতিদিন যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, তা দিয়ে আসছে গ্রীষ্মকালে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

খালেদ মাহমুদ বলেন, ২০২১ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ ও ২০৪১ সালের মধ্যে ৪১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে।

এছাড়া ২০২১ সালের মধ্যে সবার জন্য বিদ্যুতের যে প্রকল্প চলমান রয়েছে, তা নির্ধারিত সময়ের আগেই বাস্তবায়ন করা সম্ভব হবে।

আশুগঞ্জ পাওয়ার স্টেশনের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এএমএম সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য প্রকৌশলী আজহারুল ইসলাম, ঢাকা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী গোলাম কিবরিয়া, কুমিল্লা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী আবদুল্লাহ।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।