ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বাহুবলে গৃহবধূর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
বাহুবলে গৃহবধূর মরদেহ উদ্ধার

হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবল উপজেলায় শিরিনা আক্তার (২০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। শিরিনা উপজেলার আলাপুর গ্রামের মিজান মিয়ার মেয়ে এবং একই উপজেলার মুঘকান্দিগ্রামের আজাদ মিয়ার স্ত্রী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর হাসপাতালের দায়িত্বরত পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) অনিক বাংলানিউজকে জানান, অসুস্থ অবস্থায় শিরিনাকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বজনরা তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছে বলে জানান চিকিৎসক। এসময় স্বজনরা জানায় শিরিনা বিষপান করে আত্মহত্যা করেছে।

এ ব্যাপারে বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বাংলানিউজকে বলেন, এ ঘটনার কোনো তথ্য তাদের কাছে নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, ১৬ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।