ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ২০ দোকান পুড়ে ছাই 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ২০ দোকান পুড়ে ছাই  কাঞ্চন মিয়ার লন্ড্রির দোকান থেকে আগুনের সূত্রপাত

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় অগ্নিকাণ্ডে ২০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৯০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে কলাপাড়া ৫০ শয্যা হাসপাতাল সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মিলন মিয়া বাংলানিউজকে জানান, জুমার নামাজের আযানের পর বিদ্যুৎ চলে যায়।

নামাজের সময় হওয়ায় লন্ড্রির স্ত্রি (আয়রণ) চালু রেখে নামাজ পড়তে যায় লন্ড্রি মালিক কাঞ্চন মিয়া। এরপরই তার দোকান থেকে আগুন লেগে মূহুর্তেই আশপাশের সব দোকানে ছড়িয়ে পরে। স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার আগেই আবদুল হাই, আবদুল সালাম, জাহিদ, জাহাঙ্গীর, রাকিব, ইলিয়াস ও কাওসারের ফামের্সি, সবিতা ও আকলিমার হোটেল, তছলিম, হৃদয় ও মিলনের চা দোকান, কাঞ্চনের লন্ডি এবং আমলের স্বর্নের দোকানসহ ২০টি দোকান পুড়ে যায়। এতে প্রায় ৯০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ী মিলন মিয়াসহ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।  

কলাপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সহকারী স্টেশন কর্মকর্তা মজিবুর রহমান বাংলানিউজকে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনতে চেষ্টা চালায় ফায়ার সার্ভিস কর্মীরা। এসময় বাতাসের আধিক্য থাকায় এবং চায়ের দোকানগুলোর চারটি গ্যাসের সিলিন্ডার বিষ্ফোরণ হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় আধঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।  

এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়া কাঞ্চন মিয়ার লন্ড্রির দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলেও নিশ্চিত হওয়া গেছে বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।   

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭ 
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।