ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কোম্পানীগঞ্জে মার্কেটে আগুন লেগে ১০ লাখ টাকার ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
কোম্পানীগঞ্জে মার্কেটে আগুন লেগে ১০ লাখ টাকার ক্ষতি আগুন

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট উত্তর বাজারে আগুন লেগে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বাজারের আবদুল মোতালেব মার্কেটে এ ঘটনা ঘটে। এসময় আগুনে মার্কেটের নিচতলায় এনজি হার্ডওয়ার সম্পূর্ণ ও ২য় তলায় পূবালী ব্যাংকের বসুরহাট শাখা আংশিক পুড়ে যায়।

কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার চান্দ মিয়া সরকার বাংলানিউজকে বলেন, খবর পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।