ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাট-বরিশাল রুটে বাস চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
বাগেরহাট-বরিশাল রুটে বাস চলাচল বন্ধ

বাগেরহাট: দুই সমিতির দ্বন্দ্বের কারণে বাগেরহাট-বরিশাল রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল থেকে বাস চলাচল বন্ধ করে দিয়েছে বাগেরহাট আন্তঃজেলা বাস মালিক সমিতি।

বাগেরহাট আন্তঃজেলা মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল বাকি তালুকদার বাংলানিউজকে জানান, বরিশাল ও ঝালকাঠি মালিক সমিতির অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে বাগেরহাট রুপসা অঞ্চলের গাড়ি ওই রুটে গেলে গাড়ির চালক ও চালকের সহকারীদের লাঞ্ছিত হতে হয়।

অনেক সময় বিভিন্ন ধরনের অযৌক্তিক চাঁদা দিতে হয়। এ কারণে রুপসা ও বাগেরহাট বাস মালিক সমিতির যৌথ সিদ্ধান্তে ওই রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। এ সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।