ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁয় শত কন্ঠে ভাষার গান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
নওগাঁয় শত কন্ঠে ভাষার গান ভাষার গান পরিবেশন করছে স্থানীয় শিল্পীরা

নওগাঁ: নওগাঁয় অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে একুশে পরিষদ নওগাঁর আয়োজনে শত কন্ঠে জাতীয় সংঙ্গীত ও ভাষার গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে শহরের কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে ফেস্টুন উড়িয়ে ৬ দিনব্যাপী নানা কর্মসূচি এবং কেডি স্কুল চত্বরে একুশে বইমেলার উদ্বোধন করেন নওগাঁর জেল প্রসাশক মিজানুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানের পর সন্ধ্যায় শত কন্ঠে জাতীয় সংঙ্গীত ও ভাষার গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।

এর আগে সকালে নওগাঁ পুলিশ লাইন্স মাঠে সাইকেল শোভাযাত্রার উদ্বোধন করেন পুলিশ সুপার মো. ইকবাল হোসেন।

ভাষা সৈনিকদের রাষ্ট্রীয় মর্যাদা ও বাংলা ভাষার মর্যাদা রক্ষার দাবিতে সাইকেল শোভাযাত্রায় অংশ নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি।

অনুষ্ঠানে একুশে পরিষদের সভাপতি অ্যাডভোকেট ডিএম আব্দুল বারির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নওগাঁর জেলা প্রশাসক মিজানুর রহমান প্রমুখ।

একুশে পরিষদ নওগাঁর আয়োজনে নওগাঁ কেডি স্কুলে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বিভিন্ন কর্মসূচি।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, ১৬ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।