ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোল ইমিগ্রেশনে পলাতক আসামি গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
বেনাপোল ইমিগ্রেশনে পলাতক আসামি গ্রেফতার জুয়েল চন্দ্র শীল

বেনাপোল (যশোর): বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনে জুয়েল চন্দ্র শীল (৪০) নামে এক যাত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে পোর্টথানা পুলিশে সোপর্দ করে। আটক জুয়েল লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বেজু কুমার শীলের ছেলে।

ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, ফেনী সদর থানায় জুয়েলের নামে মামলা ছিল। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।  মামলার নং ৩৯-১৫/০২ /১৫। মামলার জের ধরে তার দেশ ত্যাগের উপর নিষেধাজ্ঞা জারি করে দেশের সব ইমিগ্রেশনে ফেনী সদর থানা থেকে চিঠি ইস্যু করা হয়। শুক্রবার বিকেলে তিনি বেনাপোল চেকপোস্ট আসেন ভারতে যাওয়ার জন্য। এ সময় তার পাসপোর্ট কমপিউটারে দেওয়া হলে সিগন্যাল আসে। পরে তাকে গ্রেফতার করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়।

বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফ হাবিবুর রহমান বাংলানিউজকে জানান, গ্রেফতারকৃত আসামিকে শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে  যশোর আদালতে হাজির করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২‌‌১৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
এজেডএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।