ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীর তরুণ সাংবাদিক ঈশিতার মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
রাজশাহীর তরুণ সাংবাদিক ঈশিতার মৃত্যু

রাজশাহী: রাজশাহীর তরুণ সাংবাদিক ঈশিতা পারভিন (২৩) আর নেই। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি...রাজিউন)। 

ঈশিতা রাজশাহী থেকে বের হওয়া সিল্কসিটিনিউজ.কম নামে একটি নিউজ পোর্টালের নিজস্ব প্রতিবেদক হিসেবে কাজ করতেন।

মহানগরীর সাহেববাজার এলাকার হেলাল উদ্দিন সরকারের মেয়ে ঈশিতা রাজশাহী সরকারি কলেজ থেকে এ বছর তিনি স্নাতক শেষ করেছিলেন।

 

রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সদস্যও ছিলেন তিনি।
 
ঈশিতা পারভিনের চাচা সাংবাদিক মোহাম্মদ মাসুদ জানান, প্রায় দেড় বছর ধরেই অসুস্থ ছিল ঈশিতা। শুক্রবার সন্ধ্যায় তার শারীরিক অবস্থার অবনতি হয়।  

এ সময় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৭টায় ঈশিতার মরদেহ দাফন করা হবে বলেও জানান তার চাচা।

রাজশাহীর এই তরুণ সাংবাদিকের মৃত্যুতে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ, সহ-সভপতি শরীফ সুমন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুর রহমান রকি গভীর শোক প্রকাশ করেছেন।

ঈশিতার কর্মক্ষেত্র সিল্কসিটিনিউজ পরিবারের পক্ষ থেকে শোক জানিয়েছেন নিউজ পোর্টালটির সম্পাদক রফিকুল ইসলাম। এছাড়া রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন সংগঠনটির সভাপতি শামসুন্নাহার সুইটি।

বাংলাদেশ সময়: ০০২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
এসএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।