ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সুবর্ণচরে তিন বাহনের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
সুবর্ণচরে তিন বাহনের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা ও বাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে আবদুর রহমান (২২) নামে এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার সেন্টার বাজারের চরবাটা-সোনাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে চরবাটা বাজার থেকে যাওয়ার পথে সোনাপুর-চরবাটা সড়কের সেন্টার বাজার মোড়ে বিভিন্ন দিক থেকে আসা মোটরসাইকেল, সিএসজিচালিত অটোরিকশা ও বাটারিচালিত অটোরিকশার মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়।

এসময় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আবদুর রহমান মারা যান। আহত হন পাঁচজন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বিষয়টি বাংলানিউজকে জানান।
 
বাংলাদেশ সময়: ০৩০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।