ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙায় আগুনে পুড়লো ১০ বাড়ি-ঘর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
চুয়াডাঙায় আগুনে পুড়লো ১০ বাড়ি-ঘর আগুনে পুড়ছে ঘরবাড়ি/ছবি: বাংলানিউজ

চুয়াডাঙা: চুয়াডাঙার আলমডাঙা উপজেলার খুদিয়াখালী গ্রামের আবাসিক প্রকল্প এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে অন্তত ১০টি বাড়ি-ঘর। 

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  

আগুনে আবাসিক প্রকল্পের কমপক্ষে ১০টি বাড়ি-ঘর পুড়ে গেছে।

 

স্থানীয়রা জানান, শুক্রবার গভীর রাতে হঠাৎ আগুনের সূত্রপাত। অল্প কিছুক্ষণের মধ্যেই আগুন চারদিক ছড়িয়ে পড়লে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।  

পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে চুয়াডাঙা ও আলমডাঙা ইউনিটের ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।  

চুয়াডাঙা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার খালিদ হুসাইন বাংলানিউজকে জানান, চুলার আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেবলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে প্রায় ১৫ লাখেরও বেশি টাকার মালামাল পুড়ে গেছে।  

বাংলাদেশ সময়: ০৬০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।