ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ফেঞ্চুগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
ফেঞ্চুগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি

সিলেট: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় আজির উদ্দিন নামে এক প্রবাসী বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুটে নেয়।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) ভোররাত ৩টার দিকে উপজেলার ইলাশপুরগ্রামের ওই প্রবাসী বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

বাড়ির লোকজনের বরাত দিয়ে স্থানীয়রা বাংলানিউজকে জানান, প্রায় ১০ বছর পর স্বপরিবারে ফ্রান্স থেকে দেশে ফিরেন আজির উদ্দিন।

রাতে ডাকাতরা বাড়ির কলাপসিবল গেইট কেটে ও দরজা ভেঙে ঘরে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে। এসময় তারা ১ হাজার ইউরো, প্রায় ২৫ ভরি স্বর্ণালঙ্কার ও বাংলাদেশি ৪৫ হাজার টাকা এবং মূল্যবান জিনিসপত্র লুটে নিয়ে যায়।

এ বিষয়ে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুণ হক বাংলানিউজকে বলেন, ঘটনার পর বাড়ির তত্ত্বাবধায়ককে আটক করা হয়েছে। ডাকাতি হওয়া মালামাল উদ্ধারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
এনইউ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।