ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পাবনায় শিক্ষক-শিক্ষার্থীদের মৌন মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
পাবনায় শিক্ষক-শিক্ষার্থীদের মৌন মিছিল

পাবনা: পাবনায় শহীদ সাধন সঙ্গীত মহাবিদ্যালয়ের অধ্যক্ষের দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, ক্ষমতার অপব্যবহার, অর্থ আত্মসাৎসহ নানা অনিয়মের প্রতিবাদে ও অপসারণের দাবিতে মৌন মিছিল করেছে কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে শহরের আব্দুল হামিদ রোডের কলেজ চত্বর থেকে মৌন মিছিলটি বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে কলেজ চত্বরে প্রতিবাদ সভা করে।

কর্মসূচিতে শহীদ সাধন সঙ্গীত কলেজের সহকারী অধ্যাপক সালেহা পারভীন, নারগিস পারভীন, প্রভাষক সন্দীপা সরকার, আনোয়ার হোসেন বাবু, শরিফ হায়দার খান, মো. সুমন হাসানসহ সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।