ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মাধবপুরে হত্যা মামলার আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
মাধবপুরে হত্যা মামলার আসামি গ্রেফতার গ্রেফতার আসামি সফর

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে আব্দুল হাই হত্যা মামলায় পরোয়ানাভুক্ত আসামি সফর আলীকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে র‌্যাব-৯ সিলেট ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান বাংলানিউজকে এ তথ্য জানান। এরআগে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মৌলভীবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

সফর মাধবপুর উপজেলার মোজপুর গ্রামের আপন আলীর ছেলে।

মনিরুজ্জামান বলেন, ২০১৫ সালের জানুয়ারিতে সফর ও তার সহযোগীরা ওই গ্রামের আব্দুল হাইকে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করেন।

তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল হাই হত্যাকাণ্ডে জড়িত ছিলেন বলে সফর স্বীকার করেছেন। পরে তাকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বাংলানিউজকে বলেন, হত্যাকাণ্ডের পর থেকেই সফর পলাতক ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।