ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নেশা জাতীয় ট্যাবলেট সংরক্ষণের দায়ে যুবকের কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
নেশা জাতীয় ট্যাবলেট সংরক্ষণের দায়ে যুবকের কারাদণ্ড

নাটোর: নাটোরে নেশা জাতীয় ট্যাবলেট সংরক্ষণের দায়ে সাইফুল ইসলাম (২৩) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দ্য মণ্ডলের ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত সাইফুল সদর উপজেলার বড়বাড়িয়া গ্রামের সায়েদ আলীর ছেলে।

নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান খান বাংলানিউজকে জানান, বিকেলে নাটোর-রাজশাহী মহাসড়কের চাঁদপুর মোবাইল টাওয়ারের কাছে পাবনাগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে সাইফুলকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ১৩ পিস নেশা জাতীয় এম ভিটামিন ট্যাবলেট পাওয়া যায়।

পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তিনি দোষ স্বীকার করায় বিচারক তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।