ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

উত্তরখান-গাজীপুর থেকে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আটক ৫

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
উত্তরখান-গাজীপুর থেকে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আটক ৫ প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর উত্তরখান ও গাজীপুর থেকে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পাঁচজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা (র‌্যাব-৩)।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে একজন সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি গ্রুপের অ্যাডমিন ও চারজন শিক্ষক।

র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বাংলানিউজকে জানান, কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে বিকেল ৪টায় এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
এসজেএ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।