ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বামনায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
বামনায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১ রাব্বি হাওলাদার

বরগুনা: বরগুনার বামনা উপজেলার ছোনবুনিয়া ব্রিজের কাছে মোটরসাইকেল দুর্ঘটনায় রাব্বি হাওলাদার (২৫) নামে এক মোটর মেকানিক নিহত হয়েছেন।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত রাব্বি হাওলাদার পার্শ্ববর্তী জেলা পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উত্তর হলতা গ্রামের নিজাম হাওলাদারের ছেলে।

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ছোনবুনিয়ার মো. কালামের ওয়ার্কসপে মোটরসাইকেল মেকানিক হিসেবে কাজ করতেন রাব্বি। দুপুরে একটি মোটরসাইকেল মেরামত করে ইঞ্জিন সঠিকভাবে লাগানো হয়েছে কিনা দেখতে মোটরসাইকেলটি তিনি চালাচ্ছিলেন। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন রাব্বিকে উদ্ধার করে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করে।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।