সোমবার (১৯ ফেব্রুয়ারি) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ওয়াহিদুজ্জামান এ আদেশ দেন।
গত ১৬ জানুয়ারি ২০১৮ তারিখে বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের আব্দুল হানিফ বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
সোমবার আদালতে মায়ের কোলে চড়ে হাজিরা দিতে এলে ম্যাজিস্ট্রেটসহ সবাই হতবাক হয়ে পড়েন।
শিশুটির বড় ভাই ফজলুল হক জানান, আমার ভাইয়ের বয়স মাত্র আড়াই বছর, কিন্তু মামলায় ১৭/১১/২০১৪ইং তারিখের ঘটনা উল্লেখ করা হয়েছে। সে সময় আমার ছোট ভাইয়ের জন্মই হয় নাই। তিনি মিথ্যা মামলার বাদীর যথাযথ শাস্তির দাবি করেছেন।
মামলার বাদীপক্ষের আইনজীবী সুলতান উদ্দিন জানান, বাদীর দেওয়া তথ্যে ভুল ছিল।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ১৯ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ