ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আড়াই বছরের শিশুর বিরুদ্ধে মামলা, জেলহাজতে বাদী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
আড়াই বছরের শিশুর বিরুদ্ধে মামলা, জেলহাজতে বাদী আড়াই বছরের শিশুকে নিয়ে আদালতে তার মা

জামালপুর: জামালপুরে আড়াই বছরের একটি শিশুকে মামলায় আসামি করায় বাদীকে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ওয়াহিদুজ্জামান এ আদেশ দেন।

গত ১৬ জানুয়ারি ২০১৮ তারিখে বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের আব্দুল হানিফ বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

জামালপুরের আমলি আদালত, বকশীগঞ্জ এর মামলা নম্বর ১৬(১)২০১৮। এতে আড়াই বছরের শিশুসহ ৭ জনকে আসামি করা হয়। ওই শিশুর জন্মের আগেই তার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

সোমবার আদালতে মায়ের কোলে চড়ে হাজিরা দিতে এলে ম্যাজিস্ট্রেটসহ সবাই হতবাক হয়ে পড়েন।

শিশুটির বড় ভাই ফজলুল হক জানান, আমার ভাইয়ের বয়স মাত্র আড়াই বছর, কিন্তু মামলায় ১৭/১১/২০১৪ইং তারিখের ঘটনা উল্লেখ করা হয়েছে। সে সময় আমার ছোট ভাইয়ের জন্মই হয় নাই। তিনি মিথ্যা মামলার বাদীর যথাযথ শাস্তির দাবি করেছেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী সুলতান উদ্দিন জানান, বাদীর দেওয়া তথ্যে ভুল ছিল।
 
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ১৯ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।