ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পত্নীতলায় হেরোইনসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
পত্নীতলায় হেরোইনসহ আটক ২

নওগাঁ: নওগাঁর পত্নীতলায় হেরোইনসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আটক করা হয়।

তারা হলেন- উপজেলার হরিরামপুর গ্রামের মৃত মছির উদ্দিনের ছেলে বজলুর রহমান (৪৫) ও বাদজাম গ্রামের সুলতানা বানু (৩২)।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বাংলানিউজকে বলেন, সোমবার দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় সুলতানা বানুর কাছ থেকে ১১ গ্রাম এবং বজলুর রহমানের কাছ থেকে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার তাদের কারাগারে পাঠানো হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।