ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পুলিশি হেফাজত থেকে আসামির পলায়ন, ফের গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৮
পুলিশি হেফাজত থেকে আসামির পলায়ন, ফের গ্রেফতার গ্রেফতার আসামি

মৌলভীবাজার: পুলিশি হেফাজত থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত আসামি আয়াত আলীকে  (২৩) ফের গ্রেফতার করেছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে শহরের পশ্চিম বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আয়াত সদর উপজেলার বলিয়ারবাগ এলাকার সাদিক মিয়ার ছেলে।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহম্মদ বাংলানিউজকে বলেন, আয়াত মাদক মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি। তাকে গ্রেফতার করে ০৮ ফেব্রুয়ারি আদালতে নেওয়ার পথে কৌশলে তিনি পুলিশি হেফাজত থেকে পালিয়ে যান। পরে মঙ্গলবার তাকে ফের গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।