ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

জিন বশের নামে ‘টেরট বাবা’র প্রতারণা জাল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, মার্চ ২, ২০১৮
জিন বশের নামে ‘টেরট বাবা’র প্রতারণা জাল এমএম জাহাঙ্গীর রেজা ওরফে রাদবি রেজা। ছবি: সংগৃহীত

ঢাকা: মাথায় বাতি জ্বালিয়ে, খালি হাতে মোমবাতি জ্বালিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবে জাদু দেখিয়ে নিজেকে অতিমানবীয় ক্ষমতার অধিকারী বলে দাবি করতেন তিনি। 

বলতেন, তিনি হাত দিয়ে জিন ধরে বোতলে ভরতে পারেন। জিন চালান দিয়ে মানুষের পারিবারিক, সামাজিক ও ব্যক্তিগত সমস্যার সমাধান করাসহ লটারি জেতানো, খেলার আগাম ফলাফল বলে দিতে পারেন।

আর এমন একজনের পরিচিতি ‘টেরট বাবা’। শুধু তাই-নয়, এই টেরট বাবা চিকিৎসার নাম করে ক্যান্সার রোগী ভালো করার কথা বলতেন। এসব কিছুর সমাধানের নামে ‘টেরট বাবা’ হাতিয়ে নিয়েছেন মোটা অঙ্কের অর্থ।   

প্রতারক ‘টেরট বাবা’র আসল নাম এমএম জাহাঙ্গীর রেজা ওরফে রাদবি রেজা। গ্রামের বাড়ি সুনামগঞ্জে। ইংল্যান্ডে নিয়েছেন উচ্চশিক্ষা। গত ২৮ ফেব্রুয়ারি (বুধবার) রাজধানী ঢাকা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অর্গানাইজড ক্রাইম ইউনিট তাকে গ্রেফতার করে।  

শুক্রবার (২ মার্চ) রাজধানীর মালিবাগে প্রধান কার্যালয়ে এক ব্রিফিংয়ে সিআইডির বিশেষ পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম এসব কথা জানান।  

তিনি বলেন, ‘টেরট বাবা’ হিসেবে পরিচিত রাদবি রেজা গত ২০১৬ সালের অক্টোবর মাসে এবিসি রেডিওতে প্যারানরমাল রিসার্চার হিসেবে যুক্ত হন। রেডিওটিতে ভৌতিক পর্ব নিয়ে অনুষ্ঠান ‘ডর’ প্রচারিত হতো। তবে তিনি যোগ দেওয়ার পর থেকে অনুষ্ঠানটিতে মানুষের নানা সমস্যা সমাধান নিয়ে পর্ব ‘টেরট কার্ড সেগমেন্ট’ প্রচার শুরু হয়। এতে সাধারণ মানুষরা নাম-পরিচয় ফোন নম্বর দিয়ে অংশ নিতেন। আর এই নাম-পরিচয় ফেসবুকে সার্চ করে আগেই ওই শ্রোতার ব্যক্তিগত তথ্য জেনে নিতেন ‘টেরট বাবা’।  

‘‘পরে ওইসব আগ্রহী মানুষ সম্পর্কে আগেভাগে অনেক তথ্য বলে ফেলতেন তিনি। আর এতেই এবিসি রেডিওতে অনুষ্ঠান প্রচার হওয়ায় অনেক সরল মানুষ হয়ে যেতেন রাদবি রেজার ভক্ত। এভাবেই এক নারী তার ভক্ত হন। পরে ওই নারী তার সাংসারিক সমস্যার সমাধানে প্রতারক ‘টেরট বাবা’ রেজার কাছে আসলে তার কাছ থেকে তিনি স্বপ্নে পাওয়া আতর, মুক্তাসহ আংটির প্রয়োজন বলে জানিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন। ’’ 

পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম জানান, এ কাজে প্রতারক রাদবি রেজাকে সহায়তা করতেন এবিসি রেডিওর সাবেক আরজে কিবরিয়া সরকার। রেজা ইউটিউব ও ফেসবুকেও জাদু দেখিয়ে অনেক মানুষকে ফাঁদে ফেলতেন তিনি।  

‘জিনের ভয় দেখিয়ে সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে টাকাসহ বিভিন্ন সুযোগ দাবি করতেন রাদবি রেজা। নিজের একটি ওয়েবসাইট ও একটি পরামর্শক প্রতিষ্ঠান আছে, যা সরকার অনুমোদিত বলে দাবি করতেন তিনি। পরামর্শক প্রতিষ্ঠানে দেখা করতে হলে দুই ঘণ্টায় ২০ হাজার ৪০০ টাকা বিকাশের মাধ্যমে অগ্রিম নিয়ে নিতেন ‘টেরট বাবা’। ’ 

রাজধানীর যাত্রাবাড়ী থানার দায়ের করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে ২০০৬ (সংশোধনী ২০১৩)–এর ৫৭ ধারায় দায়ের করা একটি মামলায় রাদবি রেজাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালত দু’দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন বলে জানান মোল্লা নজরুল ইসলাম।

তিনি বলেন, প্রতারণা ছাড়াও অনেক অপরাধের অপরাধী রাদবি রেজা। এর আগে, গত ২০১২ সালের ১৪ জানুয়ারি তাকে ২০টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার করে শেরে-বাংলা নগর থানা-পুলিশ।  

বিষয়টি জানার পর গতবছরের সেপ্টেম্বরে রাদবি রেজাকে বাদ দেওয়া হয় বলে জানিয়েছেন এবিসি রেডিওর হেড অব অপারেশন এহসানুল হক টিটু।  

এছাড়া আরজে কিবরিয়াও ২০১৭ সালের ডিসেম্বরে ওই রেডিওর চাকরি ছেড়ে দিয়েছেন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টাম মার্চ ০২, ২০১৮
এসআরএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।