ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে ছুরিকাঘাতে স্কুলশিক্ষিকা আহত

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, মার্চ ২, ২০১৮
কেরানীগঞ্জে ছুরিকাঘাতে স্কুলশিক্ষিকা আহত

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে সাহানা আক্তার (২৭) নামে এক স্কুলশিক্ষিকা আহত হয়েছে। এ ঘটনায় তার স্বামী শফিকুল মাওলা মুরাদকে (৩৫) আটক করেছে পুলিশ।

শুক্রবার (২ মার্চ) সন্ধ্যায় কেরানীগঞ্জ মডেল থানাধীন মডেল টাউনের বি ব্লকের খোকন সাহেবের বাড়ির নিচতলায় এ ঘটনা ঘটে। আহত সাহানা আক্তার উপজেলার টাইমস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা।

 

আটক মুরাদ বাংলানিউজকে বলেন, আমার স্ত্রী পরকিয়া প্রেমে জড়িত। একারণে আমার সন্তানও তাকে পছন্দ করতো না। তাই আমি তাকে ছুরি মেরেছি।

কেরানীগঞ্জ মডেল থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মুরাদকে আটক করি। তবে আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই আহত সাহানাকে তার আত্মীয় স্বজন চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, মার্চ ২, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।