ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় অগ্নিকা‌ণ্ডে ২০ লাখ টাকার ক্ষ‌তি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৩ ঘণ্টা, মার্চ ৩, ২০১৮
সাতক্ষীরায় অগ্নিকা‌ণ্ডে ২০ লাখ টাকার ক্ষ‌তি আগুনে পুড়ে যাওয়া দোকান-ছবি বাংলানিউজ

সাতক্ষীরা: সাতক্ষীরা শহরের পাকাপোল মোড়ে অ‌গ্নিকা‌ণ্ডের ঘটনায় কস‌মে‌টি‌ক্সের দোকান ও পাঁচ‌টি ফ‌লের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ২০ লক্ষা‌ধিক টাকার ক্ষয়ক্ষ‌তি হ‌য়ে‌ছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

শুক্রবার (২ মার্চ) দিবাগত রাত পৌ‌নে ৩টার দি‌কে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ‌টে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে একটি দোকানে ধোয়া উঠতে দেখা যায়।

কিছুক্ষণের মধ্যেই একে একে ছয়টি দোকানে আগুন লাগে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে সেসময়ের মধ্যেই ৬টি দোকান সম্পূর্ণ পু‌ড়ে যায়।
 
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ বাংলা‌নিউজ‌কে ঘটনা‌র সত্যতা নি‌শ্চিত ক‌রে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকা‌ণ্ডে মেসার্স আধু‌নিক কস‌মে‌টিক্সসহ পাকা‌পো‌লের বাম পা‌শের পাঁচ‌টি ফ‌লের দোকান পু‌ড়ে গে‌ছে।

বাংলাদেশ সময়: ০৯১৫ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।