শুক্রবার (০২ মার্চ) দিবাগত রাত ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত দোকান মালিক উপজেলার ধুপইল গ্রামের রসুল আলীর ছেলে রুবেল হোসেন।
দয়ারামপুর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত রাত ২টার দিকে এ কনফেকশনারিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
খবর পেয়ে তাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে দোকানে থাকা ৩টি ফ্রিজ, মোবাইল, নগদ টাকাসহ মালামাল পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত দোকান মালিক রুবেল জানান, এ অগ্নিকাণ্ডে তার প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।
বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৮
আরএ