ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

চকরিয়ায় বাস-মাইক্রো সংঘর্ষে নিহত ৩

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৩ ঘণ্টা, মার্চ ৩, ২০১৮
চকরিয়ায় বাস-মাইক্রো সংঘর্ষে নিহত ৩

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়া উপজেলায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে সাতজন।
 

শনিবার (০৩ মার্চ) ভোর ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে হারবাংয়ের গয়ালমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বানিয়াছড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির আইজি নূর-এ আলম জানান, ভোরে উক্ত সময়ে হারবাংয়ের গয়ালমারা এলাকায় একটি বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি খাদে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তিন মাইক্রোবাস যাত্রীর মৃত্যু হয়। আহত হন সাতজন।

তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।