ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

শিবগঞ্জে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ১৫ লাখ টাকার ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪২ ঘণ্টা, মার্চ ৩, ২০১৮
শিবগঞ্জে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ১৫ লাখ টাকার ক্ষতি আগুনে পুড়ে যাওয়া দোকান-ছবি: বাংলানিউজ

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার ভাঙ্গাব্রিজ এলাকায় আগুন লেগে একটি দোকানের ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শুক্রবার (২ মার্চ) দিবাগত গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মেসার্স মুন্তাজ অ্যান্ড সন্স নামের দোকানটির মালিক মুনিরুল ইসলাম জানান, শুক্রবার গভীর রাতে আগুন লেগে দোকানে রক্ষিত সব কীটনাশক, সার, একটি পালসার মোটরসাইকেল, ডিজেলসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

এছাড়া দোকানে থাকা রড, সিমেন্ট ও ঢেউটিনসহ বিভিন্ন উপকরণের ব্যাপক ক্ষতি হয়। তিনি দাবি করেন এ ঘটনায় তার অন্তত ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল মজিদ আকন্দ জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সম্ভাব্য আগুনের স‍ূত্রপাত। দোকানে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তা নেভাতে সময় লাগে দমকল কর্মীদের। এ ঘটনায় ১৫ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।